আচমকাই লেগে গেল আগুন। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ১২টি দোকান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ব্রিজ রোডে। প্রচুর টাকার জিনিস নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ক্যানিং বাজারের ব্রিজ রোড এলাকায় প্রচুর দোকান রয়েছে। বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ আগুন লাগে সেখানে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। গভীর রাত হওয়ায় স্থানীয়রাও বেশ কিছুক্ষণ পর বিষয়টি টের পান। তারা ধোঁয়া দেখে বেরিয়ে আসেন। তারপর দেখতে পান দাউদাউ আগুন। অধিকাংশ দোকানের কাঠামো বাঁশ ও প্লাস্টিকের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। দমকলকে খবর দেওয়া হয়।
যদিও আগুনের তীব্রতা বেশি থাকায় তা দ্রুত নেভানো সম্ভব হয়নি। পরে দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে আয়ত্তে আসে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিনের অগ্নিকাণ্ডে ১২ টি দোকান ছাই হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের দাবি, প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই এই কাণ্ড। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এই এলাকায় একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্তে নেমেছে পুলিশ।