গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল কর্ণাটকের বিজেপি সরকার। তার পর থেকেই সেরাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। তবে কি কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধই থাকবে? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টেও মিলল না এর উত্তর। এদিন অত্যন্ত স্পর্শকাতর মামলাটির শুনানি শেষে ‘স্প্লিট ভারডিক্ট’ দেয় বিচারপতি হেমন্ত গুপ্তা ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। অর্থাৎ, বিচারপতিদের একজন কর্ণাটক হাই কোর্টের রায় বহাল রাখলেও অন্যজন মামলাকারীদের পক্ষেই রায় দেন।
এদিন মামলাকারীদের দাবিকে মান্যতা দিয়ে কর্ণাটক হাই কোর্টের রায় খারিজ করে দেন বিচারপতি সুধাংশু ধুলিয়া। তিনি স্পষ্ট বলেন, ‘এটা একেবারেই ইচ্ছার বিষয়। এর চাইতে কম বা বেশি কিছুই নয়।’ এদিকে, কর্ণাটক হাই কোর্টের রায় বহাল রেখে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পক্ষে বিচারপতি হেমন্ত গুপ্তা। দুই বিচারপতির মতের মিল না হওয়ায় এবার মামলাটি প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের সামনে পেশ হবে। সেখান থেকে বৃহত্তর বেঞ্চে সেটিকে পাঠানো হবে বলে খবর।