বাংলার পড়ুয়াদের জন্য একাধিক স্কলারশিপ চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার মধ্যে অন্যতম হল স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ। যা বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। প্রতি বছরই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং কলেজে পাঠরত প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা ওই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সুবিধা পান। মূলত, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই স্কলারশিপে বার্ষিক ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীয়ের চালু করা এই স্কলারশিপের সুবিধা পেতে পড়ুয়ারা অনলাইন মারফত আবেদন করতে পারেন।
প্রসঙ্গত, এই স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতি মাসে ১ হাজার টাকা অর্থাৎ বার্ষিক ভিত্তিতে ১২ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এমন পড়ুয়াদের প্রতি মাসে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়াও, পলিটেকনিক শিক্ষার্থীদের মাসিক ১,৫০০ টাকা প্রদান করা হয়। শুধু তাই নয়, স্নাতকোত্তর বা পোস্ট গ্রেজুয়েশন করছেন এমন শিক্ষার্থীরাও প্রতিমাসে ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ আড়াই লক্ষ টাকার কম হতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিরবিচ্ছিন্নভাবে পেতে হলে অর্থাৎ রিনুয়াল করতে হলে শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যদিও, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে নম্বরের পরিমান ৫৩ শতাংশ হলেই হবে। তবে কোনও শিক্ষার্থী যদি কোনও কারণ বশত এক বছর পড়াশোনা চালিয়ে যেতে না পারে, সেক্ষেত্রে এই স্কলারশিপে আবেদন করার সময় উপযুক্ত কারণ দেখিয়ে রিনুয়াল করতে হবে।