প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল আগেই। এবার নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ছাড়পত্র পেল মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে শূন্যপদের তালিকা।
ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার। স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, মোট ২১ হাজার ৬৯৪টি শূন্য পদে নিয়োগ করতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ। এর মধ্যে নবম-দশম শ্রেণিতে ১৩ হাজার ৮৮২, একাদশ দ্বাদশ শ্রেণিতে ৫ হাজার ৫২৭টি শূন্য পদ রয়েছে বলে জানা গেছে। প্রধান শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে ২ হাজার ৩২৫টি। সমস্ত তথ্য মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে জানানো হবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে। সব কিছু ভালভাবে খতিয়ে দেখে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি।
জানা যাচ্ছে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে মোট কতসংখ্যক শূন্যপদ আছে, তার তালিকা প্রস্তুত করে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে। বুধবার সেই তালিকা পাঠানো হয় মধ্যশিক্ষা পর্ষদকে।