ফের বাইশ গজে প্রত্যার্বতন ঘটতে চলেছে ইশান্ত শর্মার। আবার ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে দিল্লীর পেসারকে। দিল্লীর হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন তিনি। ১৬ জনের দিল্লী দলকে নেতৃত্ব দেবেন নীতীশ রানা। দেশের হয়ে ২০১৩ সালে শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইশান্ত। দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএলে ২০২১ সালে খেলেছিলেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ইশান্ত ছাড়াও দিল্লীর হয়ে মুস্তাক আলিতে খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ঋত্বিক শোকিন, রাজস্থান রয়্যালসের নবদীপ সাইনি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনুজ রাওয়াত, চেন্নাই সুপার কিংসের সিমারজিত সিংহ, লখনউ সুপার জায়ান্টসের আয়ুষ বাদোনি এবং মায়াঙ্ক যাদব এবং দিল্লী ক্যাপিটালসের ললিত যাদব।
পাশাপাশি দলে রয়েছেন হিতেন দালালের মতো মারকুটে ব্যাটার। রয়েছেন তরুণ দেব লাকরা, যশ ঢুল। সেই সঙ্গে রয়েছেন হিমাত সিংহ। তিনি এই দলের সহঅধিনায়ক। “সভাপতি এবং সচিবের ভরসা রয়েছে আমাদের দলের সিনিয়র ক্রিকেটারদের উপর। নীতীশ অবশ্যই তাদের মধ্যে অন্যতম। আমরা আত্মবিশ্বাসী যে, ওর নেতৃত্বে ভাল খেলবে দল”, সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান দিল্লী ক্রিকেট সংস্থার কর্তা রাজন মনছন্দা।
একনজরে দেখে নেওয়া যাক দিল্লী দল:
নীতীশ রানা (অধিনায়ক), হিমাত সিংহ, হিতেন দালাল, যশ ঢুল, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), ঋত্বিক শোকিন, আয়ুষ বাদোনি, ললিত যাদব, ইশান্ত শর্মা, নবদীপ সাইনি, সিমারজিত সিংহ, ময়াঙ্ক যাদব, শিবঙ্ক বশিষ্ট, দেব লাকরা, প্রদীপ সাঙ্গওয়ান এবং প্রাণসু বিজয়ারন।