উৎসবের মরশুমেও দেশবাসীকে রেয়াত নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে একেই টান পড়েছিল আমজনতার পকেটে। এরই মধ্যে দীপাবলির আগে দিল্লী-এনসিআরে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বাড়ল। সিএনজির দাম কেজিতে ৩ টাকা বাড়িয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। আজ ৮ অক্টোবর সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। একইসঙ্গে পিএনজির দামও বেড়েছে আজ ১ টাকা করে বেড়েছে। দিল্লী ছাড়াও আজ থেকে নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদ সহ উত্তর ভারতের অনেক শহরে সিএনজি এবং পিএনজির দাম বেড়েছে। কর্নাল, কানপুর এবং মুজাফফরনগরের মতো শহরেও দাম বেড়েছে।
আজ থেকে দিল্লীতে প্রতি কেজি সিএনজির দাম ৭৫.৬১ টাকা থেকে বেড়ে ৭৮.৬১ টাকা হয়েছে। এদিকে নয়ডা এবং গাজিয়াবাদে সিএনজির দাম ৭৮.১৭ থেকে বেড়ে ৮১.১৭ টাকা হয়েছে। গুরুগ্রামে প্রতি কেজি সিএনজির দাম ৮৩.৯৪ টাকা থেকে বেড়ে ৮৯.০৭ টাকা হয়েছে। দিল্লিতে পিএনজি-র দাম বেড়ে প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে ৫৩.৫৯ টাকা হয়েছে। নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদে দাম বেড়ে হয়েছে ৫৩.৪৬ টাকা। একই সময়ে, মুজাফফরনগর, শামলি এবং মিরাটে প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে পিএনজির দাম হয়েছে ৫৬.৯৭ টাকা। কানপুর, ফতেহপুর এবং হামিরপুরে পিএনজির দাম বেড়ে ৫৬.১০ টাকা হয়েছে।