ফের বিতর্কের কেন্দ্রে ‘ডবল ইঞ্জিন’ রাজ্য গুজরাট। প্রকাশ্যে এল একটি মর্মান্তিক ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে, লাইট পোস্টে দাঁড় করিয়ে কিছু যুবককে লাঠি দিয়ে প্রহার করতে মত্ত কিছু পুলিশ। তারপর জনতার উদ্দেশে হাতজোড় করে ক্ষমা চাইছেন সেই যুবকেরা। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের খেদা জেলার উন্ধেলা গ্রামে। অভিযোগ, গরবা নাচে বাধা দেওয়ার করছিলেন ওই মুসলিম যুবকরা। সেই অভিযোগে ওই যুবকদের ল্যাম্পপোস্টে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, স্থানীয় থানার পুলিশই এইভাবে মারধর করেছে। তবে এই অভিযোগ নিয়ে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি পুলিশের তরফে। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে এমন ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে নিন্দার ঝড়।
উক্ত ঘটনার প্রতিবাদে মুখর হয়েছে বিরোধীরা। সরব তৃণমূল কংগ্রেসও। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে গুজরাটের রাজ্য তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। এখনও কেন এই ঘটনায় পদক্ষেপ নেয়নি মানবাধিকার কমিশন, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “গুজরাট পুলিশের মুসলিম যুবকদের প্রকাশ্যে মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের উচিত ছিল, ওই ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা। কিন্তু তারা সে পথে হাঁটেনি।” গোটা ঘটনাটি কমিশনকে জানিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে গুজরাত পুলিশের বিরুদ্ধে।