এ যেন মগের মুলুক! তৃণমূল সাংসদ সংখ্যার নিরিখে তৃতীয় বৃহত্তম দল। কিন্তু তা সত্ত্বেও সংসদের সংসদীয় স্থায়ী কমিটিতে ঠাঁই হল না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। মঙ্গলবার নতুন স্থায়ী কমিটির ঘোষণা হতেই এ নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন। শুধু তৃণমূলই নয়, সংসদে বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও দু’টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি কংগ্রেসের হাতছাড়া হওয়া নিয়েও কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ।
প্রসঙ্গত, সংসদে খাদ্য ও উপভোক্তা বিষয়ক স্থায়ী কমিটি-প্রধানের পদ তৃণমূলের হাতে ছিল। মঙ্গলবার তা কেড়ে নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, অন্য কোনও সংসদীয় স্থায়ী কমিটির শীর্ষে নেই কোনও তৃণমূল সাংসদ। যা নিয়ে কেন্দ্রকে বিঁধে ডেরেক টুইটারে লিখেছেন, ‘নতুন স্থায়ী সংসদীয় কমিটি ঘোষিত হয়েছে। সংসদে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও কোনও সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হল না। প্রধান বিরোধী দলও দু’টি গুরুত্বপূর্ণ কমিটির শীর্ষ পদ হারিয়েছে। এটাই নতুন ভারতের নির্মম বাস্তবতা।’