রবিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অজিদের হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। ব্যাটে রান পেয়েছেন বিরাট কোহলি। পাশাপাশি গুরুত্বপূর্ণ নজিরও গড়লেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের তালিকায় দুই নম্বরে উঠে এলেন বিরাট। ছাপিয়ে গেলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। এখন বিরাটের সামনে কেবল শচীন।
এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দ্রাবাদে ৪৮ বলে ৬৩ রানের ইনিংসে খেলেন বিরাট। এখন দ্রাবিড়ের থেকে ১৪ রান বেশি তাঁর। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭১ ম্যাচে ২৪,০৭৮ রান বিরাটের। গড় ৫৩.৬২। ৭১টি শতরান করেছেন তিনি। অন্য দিকে দ্রাবিড়ের রান ৫০৪ ম্যাচে ২৪,০৬৪। তাঁর গড় ৪৫.৫৭। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান রয়েছে মিঃ ডিপেন্ডবলের।
প্রসঙ্গত, এই তালিকায় সব থেকে উপরে শচীন। ৬৬৪ ম্যাচে তাঁর রান ৩৪,৩৫৭। গড় ৪৮.৫২। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান রয়েছে শচীনের। অর্থাৎ, দ্রাবিড়কে টপকে গেলেও শচীনকে টপকানো সহজ হবে না বিরাটের পক্ষে। উল্লেখ্য, শুধু রানের তালিকাতেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকাতেও শচীনের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট।