রবিবার ফিঞ্চদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছেন রোহিতরা। পাশাপাশি এদিন নতুন নজিরও গড়ল ভারত। এক বছরে সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড তৈরি করলেন রোহিত শর্মারা। আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের দখলে। ২০২২ সালে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। এক বছরে টি-টোয়েন্টিতে এত ম্যাচ জিততে পারেনি কোনও দল।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল পাকিস্তান। এত দিন সেটাই ছিল রেকর্ড। সেই রেকর্ডই রবিবার ভেঙে দিল ভারত। এর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে তিনটি টি-টোয়েন্টি । তার পর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নামবেন রোহিতরা।