মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ সুসম্পর্ক থাকায় তাঁর অনুরোধ ফেলতে পারেননি তিনি। এবার নিজে মুখেই এ কথা স্বীকার করলেন মিঠুন চক্রবর্তী। কলকাতায় বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে তিনি কবুল করে নিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার অনুরোধ করেছিলেন বলেই তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হতে রাজি হয়েছিলেন তিনি৷ তাঁর অনুরোধ ফেলতে পারেননি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন মিঠুন৷ ২০১৬ সালের ডিসেম্বর মাসে সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি৷ মহাগুরু কোনও রাখঢাক না রেখেই বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আগেও একবার সাংসদ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন৷ তখন আমি না বলেছিলাম৷ তাই দ্বিতীয় বার আর না বলতে চাইনি৷ কারণ তাতে উনি দুঃখ পেতে পারতেন৷’
