দু’দিনের বিহার সফরে এসে শুক্রবার পূর্ণিয়ায় সভা থেকে সে রাজ্যের জোট সরকারকে বিঁধেছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে বিজেপির পিঠে ছুরি মারার অভিযোগ করে বিহারবাসীকে ‘জঙ্গলরাজ’-এর কথাও মনে করিয়ে দেন তিনি। এবার তারই পাল্টা দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শাহের সভাকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করে তেজস্বী বলেন, ‘অমিত শাহের কথা শুনে মনে হল, উনি স্বরাষ্ট্রমন্ত্রীও নন, রাজনীতিকও নন।’
লালু-পুত্রের অভিযোগ, ‘বিহারের মানুষকে বোকা বানাতে চাইছেন শাহ। রাজ্যের আবহাওয়া দূষিত করছেন উনি। অমিত শাহের কথা শুনে মনে হল, উনি স্বরাষ্ট্রমন্ত্রীও নন, রাজনীতিকও নন। ওঁর গোটা ভাষণটাই হাস্যকর। মূল্যবৃদ্ধি আর বেকারত্ব নিয়ে তো একটাও কথা বললেন না।’ এ প্রসঙ্গে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর বলা একটি কথার প্রসঙ্গও টানেন তেজস্বী। তিনি বলেন, ‘২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে এসে মোদী বলেছিলেন, বিহারের দিকে বিশেষ ভাবে নজর দেওয়া হবে। কই সে সব নিয়ে কিছু বললেন শাহ?’
