হাতে আর মাত্র কয়েকটা দিন। আকাশে বাতাসে পুজোর গন্ধ। শুরু হয়ে গেছে দুর্গাপূজার কাউন্টডাউন। আর এরইমধ্যে সুখবর শোনাল মেট্রোরেল কর্তৃপক্ষ। সপ্তমী থেকে নবমী এবারও সারারাত চলবে মেট্রো। ফলে রাত জেগে ঠাকুর দেখা আরও সহজ গতকালই মেট্রোরেলের তরফে জানানো হয়েছে পুজোর আগেই শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রোর ট্রায়াল সার্ভিস। এর আগে বেহালার জ্যাম ঠেলে তারাতলা যেতে সময় লাগতো ৪০ মিনিট থেকে ১ ঘন্টা। মেট্রো চালু হওয়ার পর সেটা ১০-১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে এমনটাই দাবি মেট্রোর। পুজোর মধ্যেই এই পথে মেট্রো চালু হয়ে যাবে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে পুজোর সময় মেট্রো চলবে সারারাত। দুপুর ১’টার সময় প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। আর শেষ মেট্রো রাত ৩ঃ৪৮ মিনিটে ছাড়বে।
কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৩ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। কবি সুভাষ থেকে শেষ মেট্রো ভোর চারটেয়।সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন মেট্রো চলবে আপ ও ডাউনে ১২৪’টি করে। পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে সাধারণ সময়েই। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপ ও ডাউনে মেট্রো চলবে ২৮৮’টি। দশমীতে মেট্রো চলবে ১৩২’টি। দুপুর ১’টায় প্রথম মেট্রো। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো রাত ১০’টায়। মধ্য রাত অবধি মেট্রো মিলবে সল্টলেক-শিয়ালদহ রুটেও। প্রথম পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ১১ঃ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো দুপুর ১২’টায়। শেষ মেট্রো শিয়ালদহ থেকে রাত ১১ঃ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে রাত ১১ঃ৪০ মিনিটে। সপ্তমী থেকে নবমী আপ ও ডাউনে সবমিলিয়ে ৭২টি মেট্রো চলবে।