ফের শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল কাঁথিতে। এবার শুভেন্দু অধিকারীর রঙিন ছবি ও তার নীচে হাতে লেখা মন্তব্য সম্বলিত পোস্টার পড়ল কাঁথি শহরে। কাঁথি মহকুমাশাসকের দফতর চত্বর, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যাণ্ড, কাঁথি-খড়্গপুর বাইপাস, কাঁথি-মেচেদা বাইপাস সহ পদ্মপুকুরিয়া বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার লক্ষ্য করা যায়। এমনকি ‘শান্তিকুঞ্জ’-এর চারপাশেও পড়েছে এই পোস্টার। বিশ্বকর্মার পুজোর সকালে বিরোধী দলনেতার নিজের ‘গড়’-এ এই ধরনের পোস্টারে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পোস্টারগুলি কে সাঁটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মূলত, নবান্ন অভিযানের সময় মহিলা পুলিশকর্মীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য তুলে ধরেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে পোস্টার পড়েছে অধিকারী বাড়ির আশপাশের এলাকা সহ সমগ্র কাঁথি শহরে। শান্তিকুঞ্জের আশপাশে পোস্টারগুলি এমনভাবে সাঁটানো হয়েছে যে, অধিকারী বাড়ি থেকে কেউ বেরোলেই তাঁর চোখে পড়বে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে পোস্টারগুলি দেখতে পান। তারপরই শহরে গুঞ্জন শুরু হয়। একেবারে অধিকারী বাড়ি সংলগ্ন এলাকায় শুভেন্দু অধিকারীর ‘গড়’-এ কে বা কারা এমন পোস্টার সাঁটাল?
কাঁথি শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন দাস অধিকারী বলেন, ‘এই ঘটনার সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেস কোনভাবেই যুক্ত নয়। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানা নেই। এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। সেটা তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে বিরোধীরা। আসলে দিশাহারা হয়েই এমন কাজ’।