একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। এবার সে রাজ্যে জেলা স্তরে আরও শক্তি বাড়ল বাংলার শাসক দলের। ঘোষণা করা হল আগরতলা দলীয় কার্যালয় থেকে জেলা সঞ্চালকদের নামও। বিধানসভা ভোটের কয়েক মাস আগেই, ত্রিপুরা প্রদেশ তৃণমূল জেলার সঞ্চালকদের নাম ঘোষণা করেছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব জেলার সঞ্চালক নাম ঘোষণা করার সময় বলেন, ‘আমরা তৃণমূলের পক্ষ থেকে ১২টা জেলার সঞ্চালকের নাম ঘোষণা করবো। ত্রিপুরায় মোট ৮টি জেলা আছে কিন্তু দলের সাংগঠনিক কাজকর্মের সুবিধার্থে আমরা এটা ১২টা জেলা করেছি। সঞ্চালকদের ৮-১০ দিনের সময় থাকবে, যাতে তাঁরা দ্রুত জেলা কমিটি গঠন করতে পারে। আমরা বারবার বলেছিলাম তৃণমূল কংগ্রেসে তৃণমূল স্তরে কাজ করবে, এবং সেটাই সবাই করছে। আগামী দিনে আমাদের ব্লক কমিটি ঘোষণা করার পর, আমরা জেলা সভাপতি ঘোষণা করব।’ অন্যদিকে, ত্রিপুরা প্রদেশ তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগামী কিছু দিনের মধ্যে ব্লক কমিটি গঠন হবে। আমরা আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত। আগামীদিনে তৃণমূল কংগ্রেস গ্রামীণ কমিটি নির্বাচনেও অংশগ্রহণ করবে।’
