উৎসববিলাসী কলকাতায় একমাস আগেই পুজোর মেজাজ। শহরে লাগল উৎসবের রং। জোড়াসাঁকো থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। মিছিলের অগ্রভাগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে এই শোভাযাত্রা যাবে। অগনিত মানুষের ঢল নেমেছে শহরে। রাস্তার দু’পাশে উৎসাহী মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদযাত্রার ডাক দিয়েছে। যেখানে তাঁর সঙ্গে পা মেলাচ্ছেন বহু বিশিষ্টজনেরা। দুর্গাপুজোর চেনা ছবি একমাস আগে থেকেই শহরকে উৎসবমুখর করে তুলেছে। বৃষ্টি শেষে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের উৎসাহ আরও দ্বিগুন হয়ে উঠেছে।
বর্ণাঢ্য মিছিলের মাঝেই একাধিক জায়গায় থামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি তুলে নিচ্ছেন উৎসবের এই টুকরো মুহূর্তগুলির। রেড রোডের দিকে শোভাযাত্রা যত এগোচ্ছে, ততই যেন উৎসবের এই রং আরও গাঢ়ো হচ্ছে। বিশ্ব সেরা বাংলার এই হেরিটেজ স্বীকৃতিকে উদযাপন করতে প্রতিটি পুজো কমিটি নিজেদের মতো করে মিছিলে সামিল হয়েছেন। পুজো কমিটিগুলি তাঁদের ব্যানারের সঙ্গে সঙ্গে নিজস্ব থিম, সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন পোশাকের মাধ্যমে। রয়েছে রঙিন ছাতা, ফেস্টুন। কেউ ধুনুচি হাতে নাচছেন, কেউ সেজেছেন মা দুর্গা। কেউ আবার সঙ্গে এনেছেন দুর্গাপ্রতিমার রেপ্লিকা। রাস্তার ধারে ছোট ছোট মঞ্চ তৈরি হয়েছে যেখান থেকে পুজোর গান বাজানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর পুজোর গান বাজছে মিছিলজুড়ে। রঙিন পাখা হাতে নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে সকলকে অভিবাদন জানাতে।
উত্তর ও কমিটিগুলি নানা থিমের সুজজ্জিত রেপ্লিকা প্রতিমা নিয়ে এসেছেন। নানা রং, বৈচিত্রের দেখা মিলছে এই মিছিলে। কোথাও রঙিন মুখোষ, কোথাও ফানুশ, কোথাও আবার লাল পাড় সাদা শাড়িতে শঙ্খ হাতে মহিলাদের ঢল। সব মিলিয়ে উৎসবের নানা রঙে মেতে উঠেছে শহর কলকাতা। রাজপথে দেখা যাচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধিদের। ঢাকের তালে তালে দলের সদস্যদের বল জাগলিং করতে দেখা যাচ্ছে।