কৃষকদের কুকুরের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি। বললেন, ‘কুকুররা ঘেউ ঘেউ করে আর গাড়ির পিছনে দৌড়য়’। পাশাপাশি তিনি কটাক্ষ করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতকেও। বললেন, ‘আমি রাকেশকেও ভাল করে চিনি। দু’পয়সার লোক’। স্বাভাবিক ভাবেই তাঁর এহেন মন্তব্যের পর বিতর্কের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র লখিমপুর খেরি কাণ্ডের মূল অভিযুক্ত। গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন আশিসের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। সেই ঘটনায় মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। চলে গণপিটুনিও। সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন। এই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র মনু। ওই মামলায় পুলিশের দেওয়া চার্জশিটেও মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয় আশিসকে।
এই পরিস্থিতিতে এদিন অজয়কে এমন কটু মন্তব্য করতে দেখা গেল। তবে তাঁকে পালটা দিয়েছেন রাকেশও। তিনি জানিয়েছেন, ‘আমি মূল্যহীন মানুষ হতে পারি। কিন্তু আমরা লখিমপুর মুক্তি অভিযানের মাধ্যমে টেনির গুন্ডারাজ শেষ করবই’।কয়েকদিন আগে দিল্লির যন্তর মন্তরে ‘মহাপঞ্চায়েতে’র ডাক দিয়েছিলেন কৃষকরা। পাশাপাশি লখিমপুর খেরিতে ৭২ ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা। দাবি ছিল, টেনিকে ইস্তফা দিতে হবে। সম্ভবত এই কারণেই ক্ষিপ্ত হয়ে এমন মন্তব্য করতে দেখা গেল বিজেপি নেতাকে।