ফের বিতর্কে মোদী সরকার। ঘোষিত হল, আধার নম্বর না থাকলে মিলবে না ভর্তুকির সুবিধা। গত ১১ই আগস্ট ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আধার নম্বর বা এনরোলমেন্ট স্লিপ না থাকলে, আর সরকারি প্রকল্পের ভর্তুকির সুবিধা মিলবে না। এই মর্মে গত সপ্তাহেই সব কেন্দ্রীয় মন্ত্রককে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
প্রসঙ্গত, যেসব নাগরিকের আধার নম্বর নেই, তারা আর কোনরকম সরকারি প্রকল্পের ভর্তুকির সুবিধা পাবেন না। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের ৯৯ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিকের কাছে আধার নম্বর রয়েছে। বলা হয়েছে, কোন ব্যক্তির কাছে আধার নম্বর না থাকলে; আধারের আবেদন করার পর আধার না আসা পর্যন্ত আধার এনরোলমেন্ট আইডেন্টিফিকেশনের নম্বর অথবা স্লিপের মাধ্যমে, সংশ্লিষ্ট সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। যাদের আধার নম্বর নেই, তাদের ক্ষেত্রেই কার্যকরী হবে এই নিয়ম।