বিদ্যুৎ উৎপাদনে নজিরবিহীন সাফল্য অর্জন করল রাজ্য সরকারের সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন। গত অর্থ বছরে তারা ৫০৩ কোটি টাকা লাভ করেছে। লভ্যাংশ থেকে ৭৫ কোটি টাকা রাজ্য সরকারকে ডিভিডেন্ড দিয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য সম্ভব হয়েছে, সংস্থার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৭৯.৫৬ শতাংশ কাজে লাগানোয়। যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
উৎপাদন ক্ষমতার ৭৯ শতাংশ ব্যবহারের মাধ্যমে পিডিসিএল এগিয়ে আছে রাজ্যে অবস্থিত অন্য বিদ্যুৎ উৎপাদন ইউনিট, কেন্দ্রীয় সরকারের প্ল্যান্টের থেকে। সংস্থা জানিয়েছে, তাদের তিনটি বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট দেশের প্রথম পনেরোটি ইউনিটের তালিকায় আছে।
সংস্থা জানিয়েছে, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স চালিয়ে যাওয়া, উৎপাদনের কাঁচামালের পরিমিত ব্যবহার, বিদ্যুৎ সরবরাহ জনিত ক্ষতি কমানোর ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটা সম্ভব হয়েছে।