দেশজুড়ে প্রতিবছর ১৫ই আগস্ট মহাসমারোহে স্বাধীনতা দিবস পালন করা হয়৷ পাশাপাশি উল্লেখ্য, বাংলার একাধিক জেলায় স্বাধীনতা দিবস পালন করা হয় ১৮ই আগস্ট। এই জেলাগুলির মধ্যে অন্যতম হল মালদহ। আজ মালদহ জেলার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করল জেলার শিল্পী সংসদ। বৃহস্পতিবার সকালে মালদহ শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় পতাকা উত্তোলন করে জেলার স্বাধীনতা দিবস পালন করা হয়। এর পাশাপাশি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত স্বাধীন হলেও ভাগাভাগির নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল মালদহ সহ বেশ কয়েকটি জেলা (দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া)। ১৪ই আগস্ট মালদহ জেলা প্রশাসনিক ভবনে তোলা হয় পাকিস্তানের পতাকা। এরপর জেলার স্বাধীনতার সংগ্রামী এবং কিছু মানুষ তার বিরোধিতা করে আইনি লড়াই লড়েছিলেন। অবশেষে ১৭ই আগস্ট ঘোষণা হয়, ভারতের অন্তর্ভুক্ত করা হবে মালদহ সহ বেশ কয়েকটি জেলাকে। এরপর থেকে প্রতিবছর ১৮ই আগস্ট মালদহ-সহ উক্ত জেলাগুলির স্বাধীনতা দিবস পালন করা হয়।