চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নিরাপত্তায় বড় ত্রুটি সামনে এসেছিল। ভারতের সুরক্ষার দায়িত্বে থাকা শীর্ষ ব্যক্তির সুরক্ষা নিয়ে উঠেছিল বড় প্রশ্ন। সেই ঘটনার পর এবার অজিত ডোভালের নিরাপত্তায় নিযুক্ত তিন কমান্ডোকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রে খবর মিলেছে। গত ফেব্রুয়ারিতে ডোভালের বাড়িতে গাড়ি নিয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করায় গ্রেপ্তার হন এক আগন্তুক। নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করলে তিনি বলেন, তাঁর শরীরে চিপ বসানো রয়েছে।
দূর থেকে কেউ সেই চিপের মাধ্যমে তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। যদিও তাঁকে পরীক্ষা করে তাঁর শরীরে তেমন কোনও কিছুর সন্ধান মেলেনি। এরপরও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত তাঁকে দিল্লী পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর অসংলগ্ন কথাবার্তা থেকে পুলিশ বুঝতে পারে তিনি মানসিক ভারসাম্যহীন। এই ঘটনার পরই প্রশ্ন ওঠে, খোদ নিরাপত্তা উপদেষ্টার নিরাপত্তায় এত গলদ কেন। সিআইএসএফের আদালতে বিষয়টি নিয়ে শুনানি হয়। শেষ পর্যন্ত পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের মধ্যে তিনজন কমান্ডোকে বরখাস্ত করা হয়েছে। বদলি করা হয়েছে দু’জন সিনিয়র অফিসারকে।