বিচারব্যবস্থার উপরে থাকা আস্থা-বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে ধর্ষকদের মুক্তি, বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ১১ জনের মুক্তির খবর শুনে এমনটাই প্রতিক্রিয়া নির্যাতিতার। চলতি সপ্তাহেই গুজরাট সরকারের তরফে ২০০২ সালে গণধষর্ণকাণ্ডে অভিযুক্ত ১১ জনকে মুক্তি দেওয়া হয়। চোখের সামনে যারা তাঁকে ও তাঁর মা-বোনকে গণধর্ষণ করেছিল, তাদের মুক্তির খবর শুনে স্তম্ভিত বিলকিস বানো। তিনি বলেন, ‘এই রায় শোনার পর আমি স্তম্ভিত। কিছু বলার শব্দ খুঁজে পাচ্ছি না’।
বুধবার অভিযুক্তদের মুক্তির পর প্রথম প্রতিক্রিয়া দেন বিলকিস বানো। দীর্ঘ ১৮ বছর আদালতে লড়াইয়ের পরও অভিযুক্তদের মুক্তির খবর শুনে তিনি বলেন, ‘কীভাবে কোনও মহিলার উপরে হওয়া নির্যাতনের বিচার এভাবে শেষ হয়? আমি দেশের শীর্ষ আদালতের উপরে ভরসা করেছিলাম। বিচারব্যবস্থার উপরে আস্থা রেখেছিলাম। ধীরে ধীরে এই মানসিক ধাক্কার সঙ্গে আপোশ করে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম। আমার দুঃখ ও বিচারব্যবস্থার উপর থেকে আস্থা কমে যাওয়া শুধু আমারই নয়, সেই প্রত্যেক মহিলার, যারা আদালতে নায্য বিচার পাওয়ার জন্য লড়ছেন’।
গুজরাত সরকারের নাম না করেও দুষে বিলকিস বলেন, ‘এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কেউ আমার সুরক্ষা বা ভাল থাকার বিষয়ে খোঁজ করেননি। আমি অনুরোধ করছি, দয়া করে আমায় শান্তিতে, বিনা ভয়ে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিন। দয়া করে আমার ও আমার পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন’।