বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকে ‘ডবল ইঞ্জিন’ রাজ্য উত্তরপ্রদেশ। নানান ক্ষেত্রেই যোগী সরকারের বিরুদ্ধে উঠে আসে রকমারি অভিযোগ। এবার ফের লজ্জায় মুখ পুড়ল বিজেপিশাসিত এই রাজ্যটির। যোগীরাজ্যে রমরমিয়ে বিকোচ্ছে ভেজাল ভোজ্য তেল। দেশের মধ্যে ভেজাল ভোজ্য তেল বিক্রির নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ২৭৮টি জায়গায় তল্লাশি চালিয়েও, খোলা বাজারে কোথাও ভেজাল তেলের সন্ধান মেলেনি। ১৭ই আগস্ট মোদী সরকারের তরফেই একথা জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশে উন্নত ও সঠিক গুণগত মানের ভোজ্য তেল, বনস্পতি বিক্রি হচ্ছে কি না, তা পরখ করতে ১ থেকে ১৪ই আগস্ট দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে স্বাস্থ্যমন্ত্রক অধীনস্থ সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া। আদ সেখানেই মিলেছে এ চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, তল্লাশি অভিযানে ৪ হাজার ৮৪৫টি জায়গায় থেকে মোট ২৭ হাজার ৫২৯ লিটার ভেজাল ভোজ্য তেল বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে সিংহভাগ যোগীরাজ্য থেকেই পাওয়া গিয়েছে। ‘ডবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশ থেকে ২১ হাজার ৮৬৫ লিটার ভেজাল তেল বাজেয়াপ্ত করা হয়েছে। নিন্দায় সরব হয়েছে বিরোধী থেকে সাধারণ মানুষ।