দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ দুর্ঘটনায় আহত অর্ধশতাধিক যাত্রী। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ১৩ জন। মহারাষ্ট্রের গোন্দিয়া শহরের কাছে। রাত আড়াইটের দিকে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় ট্রেনের তিনটি বগি। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেনটির নাম ‘ভগৎ কি কোঠী’। সবুজ সিগনাল না মেলাতেই মুখোমুখি ধাক্কা লাগে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছেন রেলের আধিকারিকরা।
তাতে যাত্রীবাহী ট্রেনটির চিনটি কামরা লাইনচ্যূত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, আহত ৫৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গোন্দিয়ার সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কয়েক জন ভর্তি রয়েছেন স্থানীয় বেসরকারি হাসপাতালে। যাত্রীবাহী ট্রেনটি রাইপুর থেকে নাগপুর যাচ্ছিল। তবে এটা স্বস্তি যে, এই দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
