বিশ্বের নানা প্রান্তে রূপ বদলে নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। যার ফলে ভারতেও নতুন করে ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। এদিন দেশের দৈনিক সংক্রমণ বাড়লেও ১০ হাজারের নীচেই রয়েছে তা। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৬২ জন। যা আগের দিনের থেকে ২৪৯ বেশি। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪২ লক্ষ ৮৬ হাজার ২৫৬।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। আগের দিন এই সংখ্যাটা ছিল ২৯। অর্থাৎ দৈনিক মৃত্যু বেড়েছে ৭। এর ফলে দেশের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ১৩৪। আবার, পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ৩৬ লক্ষ ৫৪ হাজার ৬৪ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২২০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৫৭ শতাংশ। এদিকে, স্বস্তি দিয়ে আরও নিম্নমুখী দেশের অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৫৮। অর্থাৎ অ্যাকটিভ কেস কমেছে ৬ হাজারের বেশি।
