এবার বিজেপি শাসিত হরিয়ানায় পাশবিক কাণ্ড। ধর্ষণের পর খুন করা হল ৬ বছরের শিশুকন্যাকে। ভাইয়ের সঙ্গে পার্কে খেলা করছিল ফুটফুটে মেয়েটা। সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে যায় ৪০ বছর বয়সি এক যুবক। তারপর প্রথমে তাকে ধর্ষণ এবং পরে খুন করে সে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পাণিপথে।
ময়নাতদন্তের পর মেয়েটির দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, মেয়েটিকে ধর্ষণের পর গলা টিপে খুন করা হয়েছে।
ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। অভিযোগ পেয়ে তদন্তে নামে পাণিপথ পুলিশ। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পায় মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছে অভিযুক্ত। সেই ফুটেজ দেখেই সোমবার পাণিপথের জিমখানা ক্লাবের সামনে থেকে অভিযুক্তকে ধরেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পার্কে যখন বাচ্চা মেয়েটি ভাইয়ের সঙ্গে খেলা করছিল, তখন তাকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নেয় অভিযুক্ত। তারপর একটি ফাঁকা এলাকায় বাচ্চাটিকে নিয়ে যায় সে। সেখানে ছোট্ট মেয়েটির উপর নিজের বিকৃত যৌন লালসা চরিতার্থ করে। ধর্ষণের পর মেয়েটির গলা টিপে ধরে অভিযুক্ত। মৃতদেহ ফেলে দেয় ড্রেনের ধারে। তারপর পালিয়ে যায়। অভিযুক্তের নাম ঈশ্বর, সে উত্তরাখণ্ডের বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে। পাণিপথে একটি ধাবায় কাজ করে সে।