দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এবার বাংলার স্কুলগুলির সৌন্দর্যায়নের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। বিল্ডিং অ্যাস লার্নিং অ্যাড পরিকল্পনার অধীনে স্কুলগুলিকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা, বিভিন্ন তথ্য দিয়ে তুলে স্কুল কে আরও আকর্ষণীয় করে তোলা, তার জন্য বিভিন্ন রং ব্যবহার করা। এই প্রকল্পে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণ করার কথা বলা হয়।
স্কুল শিক্ষা দফতরের তরফে এই পরিকল্পনা কার্যকরী করার জন্য প্রাথমিক স্কুলগুলিতে ৩ হাজার টাকা, উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে ৫ হাজার টাকা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে কার্যকরী করার জন্য সাত হাজার টাকা করে দেওয়া হয়। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বলা হয় বিভিন্ন স্কুলে কিভাবে এই পরিকল্পনার কার্যকরী হচ্ছে তা বিভিন্ন সার্কেলের এসআইদের পাঠানোর জন্য। ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন স্কুলে তা কার্যকরী করা হয়েছে।
প্রসঙ্গত, এই প্রথম স্কুল শিক্ষা দফতরের তরফে এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর প্রতিটি স্কুলে থাকার কার্যকরী করা হয়েছে নাকি তার জন্য রিপোর্টও চাওয়া হয় বিভিন্ন জেলার ডি আই দের থেকে। স্বাধীনতা দিবসের সময় যাতে স্কুলগুলিকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা যায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই দাবি স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের।