এবার বাংলাদেশের চট্টগ্রামে ঘটে গেল মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। যার ফলে প্রাণ গেল ১১ জনের। জানা গিয়েছে, ছাত্রদের নিয়ে গাড়িটি যাচ্ছিল মিরসরাইয়ের দিকে। চালক দেখেননি ট্রেন আসছিল। রেলগেট খোলা দেখে গাড়ি নিয়ে ঢুকে যান তিনি। আর তারপরেই ট্রেনের ধাক্কায় দুমড়ে যায় সেই গাড়ি। মৃত্যু হয় ছাত্র ও শিক্ষক মিলিয়ে ১১ জনের। আহত অন্তত ৫ জন। মিরসরাই দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে।
চট্টগ্রামের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মিরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় পর্যটকবাহী একটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন। এই প্রসঙ্গে এক রেল আধিকারিক জানান, ভয়াবহ দুর্ঘটনার পর রেলগেটের পাহারাদার সাদ্দাম হোসেন পালিয়ে যাননি। তাঁর দাবি, ট্রেন আসতে দেখে তিনি গেট নামিয়ে যানবাহন আটকে দিয়েছিলেন। কিন্তু গাড়িটি যাওয়ার জন্য কেউ গেট তুলে দিয়েছিল।
