কয়েকদিন আগে দেশ ছেড়ে যাওয়া হিন্দু ও শিখদের আফগানিস্তান ফিরে আসার জন্য বার্তা দিয়েছেন তালিবান সরকার। সেই সঙ্গে আশ্বাস দিয়েছে নিরাপত্তারও। এরই মধ্যে আফগানিস্তানের বিদেশ বিষয়ক তালিবান নেতা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। সব কিছু ঠিকঠাক চললে আফগানিস্তানে তালিবান শাসন কায়েমের পর এই প্রথম বৈঠকে বসতে পারেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। যদিও ভারত-আফগান বিদেশমন্ত্রীদের এই বৈঠকের সম্ভাবনা খারিজ করে দিয়েছে দুই দেশ।
তবে কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে কাবুলে ভারতীয় দূতাবাস চালু করা নিয়ে তালিব সরকারের সঙ্গে বৈঠকের ইচ্ছাপ্রকাশ করে আসছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদি শেষ পর্যন্ত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মুখোমুখি হন, তবে দুই দেশের সম্পর্কে তা বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত-আফিগানিস্তান বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকে আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা বিষয়টি আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি তুলে ধরতে পারেন বলে খবর। বর্তমানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে যোগ দিতে তাসখন্দ সফরে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই বৈঠকে যোগ দেবে ভারত সহ আরও ৩০ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক চলাকালীন ভারত-আফগানিস্তান বিদেশমন্ত্রীরা বৈঠকে বসেন কিনা, সেদিকেই তাকিয়ে কূটনৈতিক মহল।
