ফের রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতে বিষমদ খেয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় নমোকে নিশানা কংগ্রেস সাংসদের। একই সঙ্গে মাদক উদ্ধার ইস্যুকে হাতিয়ার করে রাহুল খোঁচা দিলেন মোদীর সাধের গুজরাত মডেলকে। কোন ক্ষমতাসীন শক্তি মাদক মাফিয়াদের নিরাপত্তা দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল।
টুইটে রাহুল লিখেছেন, ‘ড্রাই স্টেট (মদ নিষিদ্ধ) গুজরাতে নকল মদ পান করে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। সেখানে কোটি কোটি টাকার মাদকও ক্রমাগত উদ্ধার করা হচ্ছে। খুবই উদ্বেগের বিষয়! বাপু ও সর্দার প্যাটেলের রাজ্যে নির্বিচারে মাদকের ব্যবসা কারা চালাচ্ছে? কোন ক্ষমতাসীন শক্তি এই মাফিয়াদের নিরাপত্তা দিচ্ছে?’ সম্প্রতি গুজরাতের এটিএস কচ্ছ জেলার মুন্দ্রা বন্দরে তল্লাশি অভিযান চালিয়ে একটি কন্টেনার থেকে প্রায় ৭৫ কেজি হেরোইন উদ্ধার করে। চোরাবাজারে যার মূল্য ৩৭৫ কোটি টাকারও বেশি।
এদিকে গুজরাটের বোটাদ জেলায় বিষমদ খেয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অনেকে। শতাধিক মানুষ ভাবনগর, বোটাদ ও আহমেদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সূত্রপাত রবিবার। সেই দিন থেকেই শুরু হয়েছে মৃত্যু মিছিল। এই ঘটনায় তদন্তে নেমে ৬ জন পুলিস আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। বিষমদের পরিবহণ, বিক্রি ও মদ্যপান বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারণে বরখাস্তের নোটিস ধরানো হয়েছে তাঁদের হাতে।