দলত্যাগী আইনে তাঁর সাংসদ পদ খারিজ করার জন্য কিছুদিন আগেই আবেদন জানিয়েছিল তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার কাঁথির সাংসদ শিশির অধিকারীর বিজেপি যোগের একাধিক তথ্য লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির কাছে পেশ করল তৃণমূল।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে স্বাধিকাররক্ষা কমিটির কাছে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সংবাদপত্রের প্রতিবেদন, টেলিভিশন চ্যানেলে দেখানো ভিডিয়ো ক্লিপিং ও ছবি পেশ করেছেন। এর ভিত্তিতে সুদীপ দাবি করেছেন, অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে খারিজ করা হোক শিশির অধিকারীর সাংসদ পদ৷
জানা গিয়েছে, তৃণমূলের তরফে স্বাধিকার রক্ষা কমিটির সামনে তথ্যপ্রমাণ-সহ দাবি করা হয়েছে, গত বছর নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার প্রকাশ্যে আর্জি জানিয়েছিলেন শিশির অধিকারী৷ এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভাতেও যোগ দিয়েছিলেন তিনি৷ সুদীপের বক্তব্য শোনার পরে কমিটির তরফে জানানো হয়েছে, পরবর্তী বৈঠকে এই মর্মে আলোচনা করা হবে৷