এবার ফের ভেঙে পড়ল ‘ফ্লাইং কফিন’ বলে পরিচিত ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ রাজস্থানের বারমেরে মাঝ আকাশ থেকে হঠাৎই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় দু’জন পাইলটেরই মৃত্যু হয়েছে। বায়ুসেনার তরফে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, রাজস্থানের উটারলাই বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। এরপর রাত ৯টা ১০ মিনিট নাগাদ আচমকাই দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি।
প্রসঙ্গত, মিগ ২১ বিমানে এমন দুর্ঘটনা এই প্রথম নয়। বারবারই বিপদের মুখে পড়ছে বিমানটি, প্রাণ যাচ্ছে একের পর এক পাইলটের। যেমন গত বছরের গোড়ায় বায়ুসেনার এই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল রাজস্থানের সুরাতগড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে যাওয়া এই বিপর্যয়ে সেবার কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন পাইলট। এর পরে ফের মার্চ মাসে ভেঙে পড়ে আরও একটি মিগ ২১ বাইসন। সেটিও নিয়মমাফিক ট্রেনিংয়ের সময় আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার।
এর পরে মে মাসেই ফের ঘটে বড় দুর্ঘটনা। ভেঙে পড়েছিল বায়ুসেনার আরও একটি মিগ ২১ বাইসন যুদ্ধবিমান। পঞ্জাবের মোগার কাছে এই দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলটের। শুধু তাই নয়। সূত্র বলছে, ১৯৭১ সাল থেকে ২০১২ সালের মধ্যে অন্তত ৪৮২টি মিগ এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় ১৭১ জন পাইলটের। এই বিমানের নামই হয়ে গেছে ‘ফ্লাইং কফিন’। তার পরেও কেন এর ত্রুটি থেকে যাচ্ছে, কেন বারবার ঘটছে দুর্ঘটনা, এ নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে।