পিরিয়ড হয়েছে বলে গাছ লাগানো যাবে না! সম্প্রতি মহারাষ্ট্রের নাসিকের একটি স্কুলে এমনই নিষেধাজ্ঞা জারি করলেন খোদ এক শিক্ষক। দাবি করলেন, ঋতুস্রাব চলছে এমন মেয়েরা চারা লাগালে আগুন লেগে যাবে গাছে। ওই স্কুলেরই এক ছাত্রী এই নিয়ে অভিযোগ তুললে বিষয়টি সামনে এসেছে।
জানা গিয়েছে, নাসিকের কাছে দেবগাঁও-এর একটি সরকারি আবাসিক স্কুলে এই অভিযোগ উঠেছে। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এক আদিবাসী ছাত্রী জানিয়েছে, সম্প্রতি আদিবাসী উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু এক শিক্ষক আচমকা ফতোয়া জারি করেন, পিরিয়ড চলছে এমন কোনও ছাত্রী নাকি ওই আয়োজনে শামিল হতে পারবে না। তাহলে নাকি তাদের হাতে লাগানো চারায় আগুন ধরে যাবে!
এমন ফতোয়ার জেরে ওই বৃক্ষরোপণ উৎসব থেকে বাদ পড়ে যায় একাধিক ছাত্রী। শুধু গাছ লাগাতে না দেওয়াই নয়, বৃক্ষরোপণ অনুষ্ঠানের কাছাকাছি যেতেও বাধা দেওয়া হয় তাঁদের। এখানেই শেষ নয়, ঘটনায় কয়েকজন ছাত্রী আপত্তি জানানোর চেষ্টা করলে স্পষ্ট বলা হয়, কোনও রকম প্রতিবাদ করলে পরীক্ষার নম্বরে তার প্রভাব পড়বে।