ইডির হাতে গ্রেফতারির জেরে সদ্য খুইয়েছেন মন্ত্রিত্ব। দল থেকে সাসপেন্ড হওয়ার পাশাপাশি হারাতে হয়েছে একাধিক দলীয় পদও। এবার জাগো বাংলা-র সম্পাদক পদও গেল পার্থ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের মুখপত্রের যে সংখ্যা প্রকাশিত হয়েছে সেখানে নয়া সম্পাদক উল্লেখ করা হয়েছে সুখেন্দু শেখর রায়ের নাম। ফলে এর থেকেই স্পষ্ট জাগো বাংলার কাছে সম্পাদক হিসাবে এখন অতীত পার্থ।
গতকাল সন্ধ্যায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ছিল। সেখানেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ বৈঠক থেকে সিদ্ধান্ত নিতে সবার সঙ্গে কথা বলা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।’ অভিষেকের ঘোষণার পরেই প্রশ্ন উঠেছিল তাহলে দৈনিক মুখপত্র কে সামলাবেন? এর পরেই জানানো হয়, মুখপত্র ‘জাগো বাংলা’র নয়া সম্পাদক হলেন সুখেন্দু শেখর রায়। উল্লেখ্য, ২০০৪ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পথচলা শুরু হয়েছিল ‘জাগো বাংলা’-র। প্রথমে সম্পাদক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে এই পত্রিকার সম্পাদক হন পার্থ।
