এবার বিজেপি শাসিত হরিয়ানায় প্রকাশ্যে প্রবল নারীবিদ্বেষ! হ্যাঁ, এবার মনোহর লাল খট্টরের রাজ্যে কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে দিয়ে স্বামীর পা চাটাল শ্বশুরবাড়ি লোকজন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে। নিগৃহীত গৃহবধূ ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই চাঁদনি বাগ পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ এবং তাঁর বাপের বাড়ির লোকজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে গাজিয়াবাদের বাসিন্দা দিব্যাংশের সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে প্রায়ই ওই গৃহবধূর উপর অত্যাচার করা হত। গাড়ির কেনার দাবিতে তাঁর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য জোর করা হত তাঁকে। মারধরের পাশাপাশি তাঁকে গালিগালাজও করা হত বলে অভিযোগ। বিয়ের মাত্র ২০ দিন পর থেকেই তাঁর উপর শ্বশুর-শাশুড়ি এবং স্বামী অত্যাচার চালাতে শুরু করে বলে দাবি করেছেন তিনি। এরপর এক কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।
অভিযোগ, কন্যা সন্তানের জন্ম দেওয়ার অভিযোগে হাসপাতালেই স্বামীর পা চাটতে বাধ্য করে তাঁর শ্বশুর বাড়ির লোকজন। পাশাপাশি ফের পণের দাবিও জানানো হয়। এরপরই নির্যাতিতা গৃহবধূ এবং তার বাপের বাড়ির লোকজন পুরো বিষয়টি পুলিসকে জানান। অভিযুক্ত স্বামী দিব্যাংশ, শ্বশুর নগীন, শাশুড়ি প্রমীলা এবং ননদ নূপুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৫৪এ, ৪০৬, ৫০৬, ৪৯৮এ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।