এখনও মেলেনি কোনওরকম সমাধান। বহুদিন যাবৎ অবসরকালীন ভাতা বৃদ্ধির জন্যে লড়ে চলেছেন ইপিএফও-র আওতায় থাকা পেনশনভোগীরা। কিন্তু নির্বিকার মোদী সরকার। পিএফের আওতায় থাকা পেনশনভোগীরা মাসে নূন্যতম এক হাজার টাকা করে অবসরকালীন ভাতা পান। কিন্তু লাগাতার আন্দোলন সত্ত্বেও কোন হেলদোল নেই কেন্দ্রের। বাধ্য হয়ে, রাজধানীতেই এবার আন্দোলন করবেন পেনশনভোগীরা। দেশের নানান প্রান্ত থেকে কয়েক লক্ষ পেনশনভোগী আগস্ট মাসে দিল্লীর রামলীলা ময়দানে সমবেত হয়ে প্রতিবাদ জানাবেন। ইপিএফওর আওতায় দেশে ৭০ লক্ষ পেনশনভোগী রয়েছে। দীর্ঘদিন যাবৎ ইপিএফ-৯৫ স্কিমের আওতায় পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি মহারাষ্ট্রে রিলে অনশন চালিয়ে যাচ্ছেন। মাসিক পেনশন ন্যূনতম সাড়ে সাত হাজার থেকে শুরু করে মহার্ঘ ভাতা, পরিবারের চিকিৎসার সুযোগসহ ইত্যাদি দাবিতে তারা আন্দোলন চালাচ্ছেন। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না।
তবে আন্দোলন যে চালিয়ে যাবেন, তা জানিয়েছেন পেনশনভোগীরা। ইতিমধ্যেই রানাঘাট, কল্যাণী, ব্যান্ডেল, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহারসহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তারা সভা করবেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু প্রবীণ নাগরিকেরা আন্দোলনে যোগ দিতে দিল্লি যাবেন। আন্দোলনকারীরা জানাচ্ছেন, আগামী মাসের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত দিল্লীর ভিখাজি কামা প্লেসের কেন্দ্রীয় পেনশন অফিসের বাইরে রিলে অনশনে বসবেন তারা। ৮ই আগস্ট রামলীলা ময়দানে জমায়েত হতে চলেছে। আন্দোলনকারীদের মতে, জমায়েতে অংশগ্রহণকারীর সংখ্যা এক লক্ষ পেরিয়ে যেতে পারেন। এরপরেও মোদী সরকার দাবি মেনে না নিলে, ভবিষ্যতে আরও বৃহত্তম আন্দোলনের পথে অগ্রসর হবেন তাঁরা।