ইতিবাচক ছন্দেই কমনওয়েলথ গেমসের আসরে নিজেদের অভিযান শুরু করল ভারত। ব্যাডমিন্টন, বক্সিং, মহিলাদের হকিতে এসেছে জয়। কেবলমাত্র মহিলাদের ক্রিকেট ম্যাচ এবং সাঁতার ছাড়া আর কোনও বিভাগে ব্যর্থ হননি ভারতের ক্রীড়াবিদরা। ব্যাডমিন্টনে ভারতীয় দল নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। প্রতিপক্ষকে অনায়াসে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারত। জিতলেন পি ভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত। প্রথম ম্যাচ ছিল মিক্সড ডাবলস। সেখানে বি সুমিত রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পার জুটি ২১-৯, ২১-১২ হারায় ইরফান সঈদ ভাট্টি এবং গজলা সিদ্দিকিকে। পরের ম্যাচে পুরুষদের সিঙ্গলসে শ্রীকান্ত ২১-৭, ২১-১২ গেমে হারান মুরাদ আলিকে। তৃতীয় ম্যাচে নামেন সিন্ধু। তিনি ২১-৭, ২১-৬ গেমে হারান মাহুর শাহজাদকে।
অন্যদিকে, ব্যাডমিন্টনে পুরুষদের ৬৩.৫ কেজি বিভাগে ভারতের শিবা থাপা প্রথম রাউন্ডে হারান পাকিস্তানের সুলেমান বালোচকে। ৫-০ পয়েন্টে জিতেছেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে হতাশ করলেও কমনওয়েলথের প্রথম রাউন্ডে চেনা ছন্দে পাওয়া গেল শিবাকে। এর আগে ২০১৪ গ্লাসগো কমনওয়েলথে খেলেছিলেন শিবা। সেখানে প্রি-কোয়ার্টারেই বিদায় নেন। এ বার তাঁর কাছে পদকের প্রত্যাশা রয়েছে। জয়ের পর শিবা বলেছেন, “কমনওয়েলথে পদক পেলে তা অনুপ্রেরণা দেবে। চাপে থাকলে আমি ভাল খেলি। সোনা জেতাই প্রধান লক্ষ্য।” মহিলা হকি দল ঘানাকে হারিয়েছে ৫-০ ব্যবধানে। গুরজিৎ কৌর জোড়া গোল করেছেন। একটি করে গোল নেহা গয়াল, সঙ্গীতা কুমারি এবং সেলিমা টেটের।
পাশাপাশি, টেবিল টেনিসে ভারতের পুরুষ এবং মহিলা, দুই দলই জিতেছে। পুরুষরা ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্বাডোজকে। মহিলা দল একই ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পুরুষ বিভাগে জিতেছে হরমিত দেসাই এবং জি সাথিয়ানের ডাবলস জুটি। সিঙ্গলসে শরথ কমল এবং সাথিয়ান জিতেছেন। মহিলা বিভাগে ডাবলসে জেতেন শ্রীজা আকুলা এবং রিথ টেনিসন। সিঙ্গলসে মণিকা বাত্রা এবং আকুলা জিতেছেন। সাঁতারে ১০০ মিটাক ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে পৌঁছেছেন শ্রীহরি নটরাজ।