বিতর্ক পিছু ছাড়ছে না ‘ডবল ইঞ্জিন’ যোগীরাজ্য। ফের প্রকাশ্যে এল উত্তরপ্রদেশের করুণ দশা। জল জীবন মিশনে যোগী রাজ্যের মাত্র ১৫.০৯ শতাংশ গ্রামের বাড়িতে পৌঁছেছে পানীয় জলের লাইন! ২ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজারের বাড়ির মধ্যে মাত্র ৩৯ লক্ষ ৮৮ হাজার বাড়িতে পৌঁছেছে পানীয় জলের কল। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জল শক্তিমন্ত্রক এই তথ্য জানিয়েছে। আর তাতেই সামনে এসেছে উত্তরপ্রদেশের তথৈবচ পরিস্থিতি।
পাশাপাশি, কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২০১৯ সালের আগস্ট থেকে শুরু হওয়া জল জীবন মিশন শুরু হওয়ার আগে দেশের গ্রামাঞ্চলের ৩ কোটি ২৩ লক্ষ বাড়িতে ছিল কলের লাইন। গত ৩৫ মাসে নতুন করে ৬ কোটি ৬৫ লক্ষ বাড়িতে পৌঁছে গিয়েছে জলের লাইন। বর্তমানে দেশের ১৯ কোটি ১৪ লক্ষ গ্রামীণ বাড়ির মধ্যে প্রায় ৫২ শতাংশ, মোট ৯ কোটি ৮৮ লক্ষ বাড়িতে রয়েছে পানীয় জলের কল। আর কেন্দ্রের দেওয়া এই তথ্য থেকেই স্পষ্ট যোগীরাজ্যের বেহাল অবস্থা। দেশের মোট গ্রামীণ বাড়ির ১৩ শতাংশ উত্তরপ্রদেশে। জলের কল থাকার নিরিখে যা মাত্র ৪ শতাংশ। যা ঘিরেই শুরু হয়েছে শোরগোল।