মোদী সরকারের আমলে বারবারই বিপর্যয়ের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এবার সেই পরিস্থিতি আরও একবার উঠে এল একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায়। দেড়শো বছরের পুরনো ‘সোসাইটি জেনারেল’ নামে ওই সংস্থা যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে উল্লেখ করা হয়েছে এশিয়ার সম্ভাবনাময় বাজার হিসাবে গণ্য হওয়া দেশগুলোর মধ্যে ভারতের অবস্থাই সবথেকে খারাপ।
উল্লেখ্য, ওই সংস্থার মতে, ভারতে মুদ্রাস্ফীতি এতটাই বড় একটি বাস্তবতা যে তা ভারতের সম্ভাবনাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে। মুদ্রাস্ফীতি যে ভারতের অর্থনীতির উপর খারাপ প্রভাব ফেলছে, তা আগেই বোঝা গিয়েছিল। স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্কের ঝড়। প্রবল সমালোচনার মুখে মোদী সরকার।