এবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার সম্পাদকের দায়িত্বভার পড়ল সাংসদ সুখেন্দুশেখর রায়ের কাঁধে। এতদিন দলীয় মুখপত্রের সম্পাদকের দায়িত্ব সামলাতেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ২৮শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়। এদিন তৃণমূলের রাজ্যসভার মুখ্যাসচেতক সুখেন্দুশেখর রায়কে সেই দায়িত্ব দেওয়া হল।
প্রসঙ্গত, সংসদে বাদল অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন বলেই জানিয়েছেন সাংসদ। চলতি অধিবেশন শেষে, কলকাতায় ফিরে জাগো বাংলার কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানাচ্ছেন সুখেন্দুশেখর। তিনি জানিয়েছেন, দলের তরফে এমন দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। প্রসঙ্গত, তিনি জানিয়েছেন ছোটবেলা থেকেই দেওয়াল পত্রিকাসহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন, তবে দলীয় মুখপত্রের সম্পাদকের দায়িত্ব তাঁর কাছে গর্বের। উল্লেখ্য, পত্রিকা হিসেবে পথ চলা শুরু করেছিল তৃণমূলের মুখপত্র জাগো বাংলা। বিগত বছর অর্থাৎ ২০২১ সালের ২১শে জুলাই থেকে পত্রিকাটি দৈনিক প্রকাশিত হতে শুরু হয়।