খুশির হাওয়া লাল-হলুদ সমর্থকদের মনে। বিনিয়োগকারী সংস্থা ইমামির তরফে জানানো হয়েছে, আগামী ২রা আগস্ট সই করবে তারা। প্রায় দু’মাস আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা হবে ইমামি। কিন্তু এখনও পর্যন্ত সই হয়নি তাদের। যত দিন যাচ্ছিল, তত সমর্থকদের চিন্তা বাড়ছিল। চুক্তি সই না হলে ফুটবলার নেওয়া নিয়েও সংশয় ছিল।
উল্লেখ্য, ইতিমধ্যেই লাল-হলুদ কোচ হিসাবে স্টিফেন কনস্টানটাইনের নাম শোনা যাচ্ছে। ইমামির তরফে জানানো হয়, আগামী মঙ্গলবার চুক্তি সই করবে তারা। কনস্টানটাইনকে আইএসএলে কোচ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা লিগের জন্য বিনো জর্জকে সই করানো হবে। বুধবার তিনি শহরে আসবেন বলে জানিয়েছে সূত্র।
