মধ্যবিত্তের সংসারে হু হু করে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। এবং তাতে দুশ্চিন্তায় ঘুম উড়েছে আম জনতার। প্যাকেটজাত খাবার যেমন আটা ময়দা ঘি মাখন বিশেষত মুড়ির উপরে জিএসটি বসানোর প্রতিবাদে বাদল অধিবেশনের উভয়কক্ষ থেকেই সাংসদদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। রাজ্যসভার অধিবেশন থেকে সাসেপেন্ড হওয়া বিরোধী দলের সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবি নিয়ে এবার মাঠে নামলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখে সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবি জানিয়েছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। বুধবার তিনি জানিয়েছেন, সম্মিলিতভাবে বিরোধীরা লোকসভার স্পিকারকেও সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবি জানিয়ে চিঠি দেবেন। মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদের জেরে বাদল অধিবেশনের উভয়কক্ষ থেকেই সাংসদদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাংসদদের সাসপেনশনের প্রতিবাদের রণকৌশল ঠিক করতে সকালেই বৈঠকে বসেছিল বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় মল্লিকার্জুন বলেন, “বিগত ৭ দিন ধরে মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস ওপর জিএসটি চাপানোর বিষয়গুলি নিয়েই আমরা সংসদে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু বারবার আলোচনার দাবি জানালেও সরকার কোনওভাবেই আলোচনায় রাজি নয়। অধিবেশনের অষ্টম দিনে এই বিষয়গুলি আলোচনার দাবি জানানো হয়েছিল। মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ চিন্তিত।” মলিক্কার্জুন খাড়গে আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে রাজ্যসভা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আলোচনার জন্য নির্দিষ্ট দিনক্ষণ জানাতে বলেছিলাম, কিন্তু সরকার কোনওভাবেই আলোচনায় রাজি নয়। আমরা অধ্যক্ষ ও চেয়ারম্যানের কাছে সাংসদদের সাসপেনশন তুলে নেওয়া আবেদন জানাব। আমরা বিরোধী রাজনৈতিক দলগুলির সদস্যরা একটি বৈঠকে বসব। সেখানে আলোচনার পর সাংসদদের সাসপেনশ তুলে নেওয়ার জন্য স্পিকারকে আবেদন জানাব।”
