তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বাংলাকে আরও শিল্পবান্ধব করে তোলার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে পথেই হাঁটছে তাঁর সরকার। টিটাগড় ওয়াগন ফ্যাক্টারির এক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মমতা। জানালেন, হিন্দ মোটরে ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হবে। মমতা বলেন, তিনি বর্ধমান থেকে ফেরার পথে দেখেছেন, হুগলীতে অনেক ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তবে এখনও অনেক জমি পড়ে রয়েছে। সেই জমিগুলো যেন ব্যবহার করা হয়। “একদিন বর্ধমান থেকে ফিরছিলাম। দেখলাম, হুগলীর চারপাশে ইন্ডাস্ট্রি ভর্তি হয়ে গেছে। তবে এখনও যে জায়গাগুলো পড়ে আছে, সেগুলোকে কাজে লাগাও। প্রয়োজনে কোর্টে ফাইট করো। বলো আমরা বেকারদের চাকরি দিতে চাই। লাখ লাখ ছেলে-মেয়ের চাকরি হবে”, জানান তিনি।
পাশাপাশি মমতা বলেন, রাজ্য সরকার ৩ টে ডেডিকেটেড করিডোর করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে লাখ লাখ ছেলে-মেয়ের চাকরি হবে। কমবে বেকারত্ব। তিনি বলেন, “ডানকুনি কল্যাণী, ডানকুনি হলদিয়া, ডানকুনি রঘুনাথপুরে ডেডিকেটেড করিডোর হবে। তাহলে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া সেই করিডোরের সঙ্গে জুড়ে যাবে। স্থানীয় ছেলে-মেয়েরা চাকরি পাবে। লাখ লাখ জনের চাকরি হবে।” রাজ্যে ওয়াগান ফ্যাক্টারি, মেট্রো কোচ ছাড়াও ৭২ কোটি টাকা বিনিয়োগ হবে জঙ্গলমহল সুন্দরী প্রজেক্টে পুরুলিয়ার রঘুনাথপুরে। দেওচা পাঁচামিতে যে প্রজেক্ট হচ্ছে সেখানে অনেকের চাকরি হবে। বিদ্যুতের দামও হ্রাস পাবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
