গোষ্ঠী দ্বন্দ্ব, একের পর এক হার, সাধারণ মানুষের রাতের ঘুম কেড়েও স্বচ্ছতা নিয়ে লম্বা চওড়া বক্তব্য শোনা যাচ্ছে গেরুয়া শিবির থেকে। রাজনীতিতে ফের নতুন করে ভেসে ওঠার চেষ্টা শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। স্বচ্ছ নির্বাচন হলে নাকি কালই বিজেপি সরকার গড়বে’, এমনই দাবি মিঠুন চক্রবর্তীর। ওনার এহেন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “উনি মাঝে মধ্যে কোনও কারণে শহরে আসেন। কখনও কখনও প্রচারের আলোয় ভেসে ওঠার শখ হয়। তিনি অনেক কথাই বলে থাকেন। এক বছরের মধ্যে আবার ভোট? ভাবছেন কী মশাই? আগে তেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, জিএসটি এসব নিয়ে মুখ খুলুন, তারপর না হয় সরকার গড়ার স্বপ্ন দেখবেন।