সোমবার নজরুল মঞ্চে বাংলার কৃতি ব্যক্তিত্বদের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান প্রদান করেছে রাজ্য সরকার। বঙ্গবিভূষণ প্রাপকদের মধ্যে অন্যতম গায়ক কুমার শানু। যথারীতি আবেগাপ্লুত তিনি। “৩৫ বছর ধরে গান গাইছি। বাংলায় এই সন্মান দিদি দিলেন প্রথম আমাকে। আমরা দূরে গিয়েও দূরে যেতে পারিনি দিদির জন্য” জানান শানু। সম্মাননা পাওয়ার পর মঞ্চে দর্শকদের অনুরোধে একের পর এক গান শোনান তিনি। বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন আরও এক মুম্বই নিবাসী বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। পুরস্কার নিয়ে তিনিও গান গেয়েছেন উপস্থিত সকলের জন্য। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং কৌশিকী চক্রবর্তীকে বঙ্গভূষণ সম্মান প্রদান করেন মমতা।
পাশাপাশি, ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কৌশিক বসুকে বাংলায় ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর। পুরস্কৃত হন অর্থনীতিবিদ অজিভিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে সম্মান গ্রহণ করেন তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। পুরস্কার মূল্য লিভার ফাউন্ডেশনকে দান করবার কথাও জানান তিনি। চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গভূষণ সম্মাননায় ভূষিত হয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার এবং জুন মালিয়া। বাংলার একাধিক ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় বঙ্গভূষণ সম্মাননায় ভূষিত হয়েছেন। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়কে বঙ্গভূষণ, বাংলার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বঙ্গভূষণ সম্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী। ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। বলাগড়ের বিধায়ক তথা সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে বঙ্গভূষণ, বাংলার হকি তারকা ভরত ছেত্রীকে বঙ্গভূষণ, সাংবাদিক দেবাশিস ভট্টাচার্যকে বঙ্গভূষণ, ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করেন মমতা। বাংলা সাহিত্যচর্চার জন্য সম্মান জানানো হয়েছে আবুল বাশারকে। নাট্যজগতে অবদানের জন্য সম্মানিত হয়েছেন অভিনেতা দেবশঙ্কর হালদার।