হাইকম্যান্ডের চাপে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়। প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত কর্ণাটক বিজেপির গরিষ্ঠদের কথা মাথায় রেখে তিনি পদ ছাড়েন। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্মাই। হাইকম্যান্ডের সঙ্গেও এ নিয়ে দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতেই ছেলের জন্য জেতা আসনই ছেড়ে দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। শুক্রবার ইয়েদুরাপ্পা ঘোষণা করেন, তিনি ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে লড়বেন না। তাঁর বদলে ছেলে তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র শিকারিপুরা কেন্দ্র থেকে ভোটে লড়বেন।
এই ঘটনায় প্রশ্ন উঠছে, ছেলের জন্য বিরাট আত্মত্যাগ নাকি দলের প্রতি অভিমান থেকেই এই পদক্ষেপ ইয়েদুরাল্লার? উঠছে পরিবারতন্ত্রের অভিযোগও। তবে শুধু তাই নয়। কার্যত এই ঘোষণা দিয়েই নির্বাচনী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে দিলেন ইয়েদুরাপ্পা। তিনি জানিয়েছেন, আমি আর শিকারিপুরা থেকে দাঁড়াচ্ছি না। আশা করব, যেভাবে সেখানকার মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আমার ছেলেকেও একইভাবে করবেন। আমি হাতজোড় করে তাঁদের কাছে ছেলের জন্য বিরাট জয় চাইছি।