রাজনীতিতে যোগদানের ইচ্ছে ছিল। কিন্তু ভাগ্য তাঁর জন্য অন্য কিছু স্থির করে রেখেছিল। এবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। শনিবার প্রধান বিচারপতি বলেন, ‘আমি রাজনীতিতে যোগদানে আগ্রহী ছিলাম, কিন্তু ভাগ্য আমরা জন্য অন্য কিছু নির্ধারণ করে রেখেছিল। আমি যে কাজের জন্য কঠোর পরিশ্রম করেছি, তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না।’
রমানা জানিয়েছেন, বিচারপতি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তাঁর একদিনের জন্যও অনুশোচনা হয়নি। তাঁর কথায়, ‘ব্যক্তিগত অবস্থান থেকে আমি বলতে পারি, বিচারক হিসেবে কাজ করা অনেক বড় চ্যালেঞ্জের হলেও এই কাজ করতে গিয়ে একদিনের জন্যও আমার কোনও অনুশোচনা হয়নি।’ তিনি এ-ও জানান, তাঁর দীর্ঘদিনের পেশাগত জীবনে তিনি বিভিন্ন ধরনের মানুষের সান্নিধ্যে এসেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চে যোগদানের পর যাবতীয় সামাজিক যোগাযোগ তাঁকে বন্ধ করতে হয়েছে।
রমানা বলেন, ‘অনেক বছর ধরে পেশাগত জীবন তৈরি করেছি। তবে আমি জানতাম কেউ যদি বিচারপতি হিসেবে কাজ শুরু করেন তবে সামাজিক জীবন পরিত্যাগ করতে হবে। দীর্ঘদিন ধরে একজন বিচারপতির কোনও সামাজিক জীবন থাকে না, নিভৃতবাসেই জীবন কাটাতে হয়।’ উল্লেখ্য, রাঁচির ন্যাশনাল ইউনিভার্সিটি অব স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ল আয়োজিত ‘জাস্টিস এসবি সিনহা মেমোরিয়াল লেকচার’ ‘লাইফ অব অ্যা জাজ’ শীর্ষক সম্মলনের উদ্বোধনী ভাষণে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।