সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বৃহস্পতিবার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের (জিএসটি) আওতায় দুধের পণ্য আনার জন্য বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন, বলেছেন যে এটি দুধ, দই ইত্যাদির উপর কর আরোপ করে কৃষ্ণ ভক্তদের ‘আঘাত’ করেছে।
১৮ জুলাই থেকে প্যাকেটজাত দই, লস্যি, পনির এবং বাটারমিল্কের উপর ৫ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। পাশাপাশি, প্যাকেটজাত এবং লেবেলযুক্ত চাল, আটা এবং গমের উপরও জিএসটি প্রবর্তন করেছে। ‘জয় শ্রী কৃষ্ণ’ দিয়ে শুরু হওয়া একটি টুইটে অখিলেশ যাদব বলেছেন, ‘জন্মাষ্টমীর ঠিক এক মাস আগে, বিজেপি সরকার দুধ, দই, বাটার মিল্কের উপর জিএসটি আরোপ করে কৃষ্ণ ভক্তদের আঘাত করেছে, যার দ্বারা বেদনাদায়ক প্রতিটি কৃষ্ণ ভক্ত এখন জিজ্ঞাসা করছে। যদি ‘দুধ কা জালা, ছাছ কো ভি…, দুধ কা দুধ…, দুধো নাও…, দহি জমনা…’-এর মতো বাগধারা ও প্রবাদের ওপরও জিএসটি আরোপ করা হবে’।
অখিলেশ যাদবের এহেন মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্যাকেটজাত বেশ কিছু পণ্যে জিএসটি প্রবর্তন করার কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় সংসদে একাধিক বার বিক্ষোভ দেখিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।