তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের সাফল্যের নেপথ্যে রয়েছেন যুবরাজ সিংহ। তাঁর পরামর্শেই এই জয়। ঋষভ পন্থ উত্তর দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের পর টুইট করেছিলেন যুবরাজ। তিনি জানিয়েছিলেন ৪৫ মিনিট তাঁর সঙ্গে কথা বলেই বদলে গিয়েছেন পন্থ। স্বীকার করলেন তরুণ উইকেটরক্ষক। যুবরাজের টুইটটি রিটুইট করলেন পন্থ। তিনি লিখলেন, ‘ঠিকই বলেছ, যুবরাজ।’ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে পন্থ শতরান করার পর যুবরাজ লেখেন, ‘দেখে মনে হচ্ছে ৪৫ মিনিটের কথাবার্তা বেশ কাজে লেগেছে।
দারুণ খেললে ঋষভ পন্থ। এ ভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে তোমায়। হার্দিক পাণ্ড্যকেও দেখে খুব ভাল লাগছে। যুবরাজ এবং পন্থের মধ্যে কবে কথা হয়েছে জানা না গেলেও তাঁদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সুইং সামলানো নিয়ে কথা হয়েছিল বলে জানা গিয়েছ। ইংল্যান্ডের মাটিতে ন্যাটওয়েস্ট সিরিজে যুবরাজের ইনিংস ভুলতে পারবেন না ভারতীয় সমর্থকরা। বাঁহাতি পন্থকে ছন্দে ফেরাতে দায়িত্ব নিয়েছিলেন যুবরাজ। সিনিয়রের কথায় যে কাজ হয়েছে তা দেখাই গিয়েছে। পন্থও মেনে নিয়েছেন সেটা।