আগামী ২১শে জুলাই মোদী সরকারের বিরুদ্ধে সারা দেশজুড়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, সেদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে, যেখানে সমস্ত সাধারণ সম্পাদক, রাজ্যের ইনচার্জ এবং পিসিসি প্রধানরা ‘ভারত জোড় যাত্রা’ এবং অন্যান্য সাংগঠনিক কর্মসূচী নিয়ে আলোচনা করবেন। বৈঠকে শীর্ষ নেতারা প্রতিবাদ মিছিল এবং অন্যান্য জনসমাগম কর্মসূচী নিয়ে আলোচনা করবেন। ১৮ই জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস সাংসদরাও সংসদ চত্বরে বিক্ষোভ করার সুযোগ নেবেন।
এদিন বৈঠকের পর কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী একজন বাঘিনী। তিনি এসবকে ভয় পান না। তিনি এরকম অনেক কিছুই দেখেছেন। তিনি ইডি অফিসে গিয়ে এই সরকারের মুখোমুখি হবেন।” এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে যেখানে কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে, পবন বনশলকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি গত জুন মাসে প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধীকে এই মামলায় পাঁচ দিনেরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তখনও প্রতিবাদে সরব হয়েছিল কংগ্রেস।